ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার l Dengue symptoms and treatment
ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার |
ডেঙ্গু রোগ কি ?
ডেঙ্গু হলো একটি মশাবাহিত রোগ যা বেশিরভাগ বর্ষা মৌসুমে দেখা যায়। ডেঙ্গু জ্বর একটি মারাত্মক রোগ যা এডিস এজেপ্টি প্রজাতির মশা দ্বারা ছড়ায়। পৃথিবীর গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি । ডেঙ্গু জ্বর সারা পৃথিবীতে বিস্তৃত – বৃষ্টিপাত, তাপমাত্রা এবং অপরিকল্পিত দ্রুত নগরায়ণ দ্বারা ডেঙ্গু ভাইরাস প্রভাবিত হয়।
ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা কত ?
ডেঙ্গু রোগের ক্ষেত্রে, প্লেটলেট গণনা অবশ্যই কমে যেতে পারে। প্রায়ই পূর্ণবয়স্কদের সাধারণ প্লেটলেট গণনা প্রতি মাইক্রোলিটার রক্তে ১,৫০,০০০ থেকে ৪,৫০,০০০ প্লেটলেটের মধ্যে থাকে। উচ্চ-ঝুঁকিপূর্ণ ডেঙ্গু রোগীদের এই সংখ্যা 20,000 এর নিচে চলে যেতে পারে , এই
সময় রক্তপাতের ঝুঁকি সবচেয়ে বেশি । মধ্যম ঝুঁকি
পূর্ণ রোগীদের প্লেটলেট সংখ্যা 21-40,000/cumm মধ্যে থাকে। প্লেটলেট পরিমাণ কমে গেলে এবং রক্তক্ষরণের লক্ষণ প্রকাশ পেলে তবেই
প্লেটলেট প্রতিস্থাপনের প্রয়োজন হয়। সংক্রমণ কমার সাথে সাথে স্বাভাবিক ভাবে প্লেটলেট কাউন্ট বৃদ্ধি পায়। মনে রাখতে হবে যে, প্লেটলেট গণনা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তন হতে পারে এবং ডেঙ্গু লক্ষণের গুরুত্ব সর্বদা প্লেটলেট গণনার সাথে সরাসরি সম্পর্কিত না। আপনি ডেঙ্গু জ্বর সন্দেহ করলে বা আপনার
ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা গেলে, সাথে সাথে পেশাদার ডাক্তারের নির্দেশনা অনুসরণ করে
চলুন ।
ডেঙ্গু হলে কখন অ্যান্টিজেন, অ্যান্টিবডি আর সিবিসি পরীক্ষা করাবেন
ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার l Dengue symptoms and treatment
ডেঙ্গু রোগের লক্ষণ সমূহ
ডেঙ্গু রোগের লক্ষণ দেখা গেলে, তা অবিলম্বে চিকিৎসা করা উচিত। সাধারণভাবে দেখা লক্ষণ সমূহ নিম্নলিখিত-
- অপ্রত্যাশিতভাবে প্রচন্ড জ্বর আসা (40°C/104°F)
- মারাত্মক মাথাব্যাথা
- মাংস পেশী এবং জয়েন্টে ব্যাথা
- ত্বকে দাগ এবংত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি
- বমি
- মাথাঘোরা
- গ্রন্থি ফুলে যাওয়া
ডেঙ্গু রোগের গুরুতর উপসর্গ সমূহ নিম্নলিখিত -
- প্রচণ্ড পেটে ব্যথা করা
- ক্রমাগত বমি করা
- মারি বা নাক থেকে রক্তপাত হওয়া
- প্রস্রাব এবং মলের সাথে রক্তপাত হওয়া
- প্রচণ্ড ডায়রিয়া হওয়া
- ত্বকের নিচে রক্তক্ষরণ হওয়া
- শ্বাস -প্রশ্বাস দ্রুত হওয়া
- ক্লান্তি অনুভব করা
- বিরক্তি এবং অস্থিরতা বেড়ে যাওয়া
ডেঙ্গু রোগের চিকিৎসা
ডেঙ্গু জ্বরের বিশেষ কোন ওষুধ বা প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। গবেষকরা ওষুধ বা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন। প্রায় ক্ষেত্রে ডেঙ্গু জ্বর ঘরোয়া চিকিৎসাতেই ভালো হয়। ডাক্তারার পেরাসিটামিল জাতীয় ওষুধ দিয়ে যন্ত্রণা এবং জ্বরের মাত্রা নিয়ন্ত্রণ করেন। Non-steroidal প্রদাহ-প্রতিরোধী ওষুধের রক্ত ক্ষরণের সম্ভাবনা নিয়ন্ত্রণ করা হয়। রোগের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে রোগীকে হসপিটালে ভর্তি করা এবং ডাক্তারের নজরদারিতে রাখা জরুরী। হসপিটালে ডেঙ্গু রোগীদের শিরায় (IV) ইলেক্ট্রোলাইট (লবণ) তরল দেওয়া হয়। এতে শরীরে প্রয়োজনীয় পানি এবং লবণের পরিমাণ বজায় থাকে।
ডেঙ্গু রোগীদের ডায়েট
ডেঙ্গু আক্রান্ত রোগিদের জন্য, কিছু পুষ্টি উপাদান উপকারী হতে পারে,
- ভিটামিন –সি সমৃদ্ধ ফল ও শাক-সব্জি- মৌসুমি ফল (কলা, পেপে, এবং তরবুজ )
- জিঙ্ক সমৃদ্ধ খাবার- সামুদ্রিক মাছ, মটরশুটি এবং বাদাম, কিশমিশ, মাখনা, দুধ )
- প্রোটিন সমৃদ্ধ খাবার (মাংস, মাছ, ডিম ,দই, চিকেন , ছাগলের মাংস)
- তরল জাতীয় খাবার – লেবুর শরবত ,ডাবের পানি , ফলের রস , পাতলা ঝোল , চিকেন স্যুপ, দইয়ের শরবত , লিকার চা
- সেই সাথে প্রচুর পরিমাণে পানি পান করা দরকার
You Might Also Like
ডেঙ্গু রোগীদের যেসব খাবার খাওয়া উচিত নয়
- চর্বি জাতিয় খাবার
- তৈলাক্ত খাবার
- ভাজাভুজি
ঘরোয়া প্রতিকারসমূহ
- ডেঙ্গু একটি মশা- বাহিত ভাইরাল রোগ । তাই মশার কামড় হতে নিজেকে এবং আপনার পরিবারের সকলকে সুরক্ষা করুন।
- বাড়ির চারপাশে পানি জমতে দেবেন না । জমা পানিতে মশারা বংশবিস্তার করে । পানি জমতে না দিয়ে মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব ।
- প্রতি সপ্তাহে অন্তত একবার পানি জমতে পারে এমন জায়গা পর্যবেক্ষণ করুন ।
- ফুল গাছের টব, ফুলদানি, পরে থাকা গাড়ির টায়ারের জমে থাকা পানি ফেলে দিন ।
- শরীর ঢাকা জামা কাপড় যেমন লম্বা- হাতা শার্ট, লম্বা প্যান্ট, মোজা এবং জুতা পরিধান করুন ।
- ডেঙ্গু ভাইরাস বাহী মশা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে ।
- এই সময় অতিরিক্ত সতর্কত থাকুন ।
- দিনে - রাতে শোবার সময় মশারী ব্যবহার করুন ।
- মশা নিরোধক যেমন পারমেথ্রিন ব্যবহার করুন ।
More learn
উপসংহার
ডেঙ্গু জ্বর একটি সাধারণ রোগ। অবহেলার কারনে এই রোগ মারাত্মক আকার ধারন করতে পারে । শহর বা উপশহরে এর প্রকোপ বেশি। তাই নগরবাসীকে আনেক সচেতন হতে হবে। বিশেষ করে যাদের একবার ডেঙ্গু হয়েছে তাদের অতিরিক্ত সতর্ক হতে হবে। দ্বিতীয় বার ডেঙ্গু সংক্রমণ খুবই মারাত্মক হতে পারে। স্বাস্থ্যকর খাবার খান স্বাস্থ্যকর থাকুন
এতো সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
ReplyDeleteI agree with you
Deletethis is important everybody
ReplyDeleteআনেক ভালো লাগলো
ReplyDeleteThis is important information
ReplyDelete